
ইসলামের সুমহান সৌন্দর্যের প্রতীক কুরআনে হাফেজ: মেয়র ডা.শাহাদাত হোসেন
মোহাম্মদ আইয়ুব আলী: ইসলামের সুমহান সৌন্দর্যের প্রতীক কুরআনে হাফেজ, ১০০ হাফেজে কুরআন সম্মাননা ও পাগড়ী প্রদান অনুষ্ঠানে বক্তৃতায় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন এমন মন্তব্য করেন।
আজ মঙ্গলবার (২৫ মার্চ) চট্টগ্রাম সেগুনবাগান তা’লীমুল কুরআন কমপ্লেক্স এর তত্ত্বাবধানে পরিচালিত মাদরাসা সমূহ থেকে ফারেগীন ১০০ জন হাফেজে কুরআন কৃতী ছাত্র-ছাত্রী’র সম্মাননা ও পাগড়ী প্রদান অনুষ্ঠানে কমপ্লেক্সের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা হাফেজ মুহাম্মদ তৈয়বের সভাপতিত্বে সেগুনবাগান মাদরাসা অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমীর, সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামের সুমহান সৌন্দর্যের প্রতীক কুরআনে হাফেজ। আল্লাহর অস্তিত্বের প্রমাণ। সেগুনবাগান তালীমুল কুরআন কমপ্লেক্স চট্টগ্রাম দেশের ঐতিহ্যবাহী একটি দ্বীনি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে যুগ যুগ ধরে শত শত হাফেজে কুরআন বের হয়ে দেশ ও দেশের বাইরে সুনাম ও দক্ষতার সাথে কুরআনের সেবা করার পাশাপাশি দেশ সেবায় আত্মনিয়োগ করে সুনাম অর্জন করে আসছে।
সেই ধারাবাহিকতায় এই ২০২৫ সালেও এই প্রতিষ্ঠান থেকে ফারেগিন ১০০ জন হাফেজে কুরআন কৃতী ছাত্র-ছাত্রীদের সম্মাননা ও পাগড়ী প্রদান অনুষ্ঠান উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি সবসময় অত্র প্রতিষ্ঠানের সাথে থাকবো ইনশাআল্লাহ।
এবছর কমপ্লেক্সের তত্ত্বাবধানে পরিচালিত ছয়টি মাদরাসা থেকে যথাক্রমে, সেগুনবাগান তালীমুল কুরআন মাদরাসা, সেগুনবাগান তালীমুল কুরআন মহিলা মাদরাসা, কোতোয়ালী মুহিউসসুন্নাহ মাদরাসা, জালালাবাদ তা’লীমুল কুরআন মাদরাসা, নোয়াখালী সেনবাগ তা’লীমুল বালক-বালিকা মাদরাসা সমূহ থেকে ১০০ জন হাফেজে কুরআন ছাত্র-ছাত্রীকে সম্মাননা পাগড়ী, হিজাব ও ক্রেষ্ট দিয়ে সম্মানিত করা হয়।
অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন, ১৩নং পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব আলহাজ মাহফুজ আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. হুমায়ুন কবির খালভী, জনাব আলহাজ এস কে তোতন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য জনাব সেলিম পাটোয়ারী, জনাব জাহাঙ্গীর আলম দুলাল, রিয়াজুদ্দীন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজি মুহসিন, চ্যানেল কর্ণফুলির চেয়ারম্যান আব্দুল আজিজ, চট্টগ্রাম জজকোর্ট এর সিনিয়র ল’য়ার এডভোকেট মামুনুর রশীদ, চট্টগ্রাম প্রাইভেট এসোসিয়েশন এর মহাসচিব মীর মুহাম্মদ ইউসুফ ছানুভী, জালালাবাদ তা’লীমুল কুরআন মাদরাসার নায়েব সাহেব মাওলানা শামসুল হক, সরকারী-বেসরকারি বরেণ্য ব্যক্তিত্ব, উলামায়ে কেরাম, ইমাম-খতিব, অভিভাবক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, আইনজীবি ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার কুরআন প্রিয় সাধারণ মুসলমান। হাফেজ মুহাম্মদ তৈয়বের সমাপনী বক্তব্য ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।