চন্দনাইশে তিন আউলিয়ার বার্ষিক ওরশ আগামীকাল

চন্দনাইশে তিন আউলিয়ার বার্ষিক ওরশ আগামীকাল

স্টাফ করেসপন্ডেন্ট :চন্দনাইশের পশ্চিম এলাহাবাদে হযরত আব্দুল কাদের জিলানী( রহ:),তিন আউলিয়া ও হযরত আফলাতুল ফকিরের বার্ষিক ওরশ আগামীকাল ১৭ফেব্রুয়ারি সোমবার তিন আউলিয়ার মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। বার্ষিক ওরশ  কর্মসূচির মধ্যে রয়েছে: সকাল ১০টায় খতমে কোরআন,সকাল১১টায় খতমে গাউছিয়া ও বাদে  মাগরিব মিলাদ মাহফিল এবং পরদিন ভোর ৫টায় আখেরি  মোনাজাত ও তবারুক বিতরণ করা হবে । দরবারের সাজ্জাদানশীন মোহাম্মদ মোজাহের আহমদ মাইজভান্ডারী ওরশ শরীফে আশেকান, ধর্মপ্রাণ মুসলমানদের একান্ত উপস্থিতি কামনা করেছেন।