
চট্টগ্রাম, ২৬ জুলাই ২০২৫।
চট্টগ্রামের হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বিজ্ঞান মেলা-২০২৫। মেলার উদ্বোধন করেন অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল আ ফ মোঃ আতিকুর রহমান, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিল, কমান্ড্যান্ট- আর্টিলারি সেন্টার ও স্কুল। উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মোঃ গোলাম মোর্শেদ, পিএসসি, মেজর জাওদাত হাসিব বিন হক, জিএসও-২ (কর্ড), আর্টিলারি সেন্টার ও স্কুল, উপাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক ডালিয়া বড়ুয়া। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন প্রতিষ্ঠানের রসায়ন বিভাগের প্রভাষক মোঃ মাজহারুল ইসলাম। মেলায় চট্টগ্রাম শহরের স্বনামধন্য ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩য়-১২শ শ্রেণির শিক্ষার্থীরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই ৩টি গ্রুপে বিভক্ত হয়ে ১৮০টি প্রজেক্ট উপস্থাপন করে। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. এ. এইচ. রাশেদুল হোসেন, পদার্থ বিজ্ঞানের সহকারী অধ্যাপক মোছা: আরজুমানারা বেগম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম. এ. গফুর (অবসরপ্রাপ্ত)। প্রজেক্ট উপস্থাপন ছাড়াও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন গ্রুপে প্রজেক্ট বিজয়ী ও কুইজ বিজয়ীদের পুরস্কার বিতরণ, অতিথিদের সম্মাননা প্রদান ও ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।